ঢাকায় সফররত মার্কিন প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে বিএনপির নেতারা আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনে তাঁদের এক দফা দাবির সমর্থনে যুক্তি তুলে ধরেছেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় মার্কিন প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্যরা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এ বৈঠক করেন। প্রায় দেড় ঘণ্টা এই বৈঠক হয়েছে ঢাকার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে।
বৈঠক শেষে মার্কিন প্রাক্-নির্বাচনী পর্যবেক্ষক দলের পক্ষ থেকে সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে বৈঠকে অংশ নেওয়া বিএনপির একাধিক নেতা প্রথম আলোকে জানিয়েছেন, দেশে এখন সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই—এই বক্তব্য এবং এর পক্ষে তাঁরা তাঁদের যুক্তি তুলে ধরেছেন। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তাঁরা তুলে ধরেছেন।
অন্যদিকে বৈঠকের পর সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আজকে বাংলাদেশের নির্বাচন শুধু দেশের মধ্যে নয়, সারা বিশ্বেই প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের মানুষ যেভাবে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচন চায়, সারা বিশ্বও একইভাবে বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। এরই অংশ হিসেবে এর আগে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এসেছিল, সবার সঙ্গে কথা বলেছে। তারপর তারা সিদ্ধান্ত নিল আগামী নির্বাচনে তারা পর্যবেক্ষক দল পাঠাবে না। কারণ, এখানে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই।