প্রকৃতিতে কিছু উপাদান আছে যেগুলো শিশুর ত্বকের জন্য নিরাপদ।
চুলকানি, ত্বক পরিষ্কার করা বা ভালো ঘুমের জন্য এসব উপাদান ব্যবহার করা যায়।
এই বিষয়ে ভারতের ‘দ্য হিমালয়া ড্রাগ কোস্পানি’র আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডা. শুভাশিনি এন.এস. বলেন “নবজাতকের ত্বক প্রাপ্তবয়স্কের তুলনায় অনেক বেশি সংবেদনশীল ও স্পর্শকাতর। এই ত্বকে তেল, ক্রিম, শ্যাম্পু, সাবান ইত্যাদি যে কোনো পণ্য প্রয়োগের আগে সাবধান হতে হবে কয়েকগুন বেশি।”
অ্যাকুইলা-স্টাইল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই বিশেষজ্ঞ আরও বলেন, “কারণ শিশুর যত্নে ব্যবহৃত প্রসাধনীতেও থাকে ‘থ্যালেটস’ এবং ‘খনিজ তেল’ যা শিশুর ত্বকে দ্রুত শোষিত হয়ে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই ভেষজ উপাদানে তৈরি প্রসাধনী ব্যবহার করাই নিরাপদ।”