কিছুদিন আগেই ৪৩তম জন্মদিন উদ্যাপন করলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ওই দিনই তাঁর ওটিটিতে অভিষেক হয়েছে, নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সুজয় ঘোষের ‘জানে জা’। জন্মদিনের আগেই মুম্বাইয়ের স্নোবল স্টুডিওতে কারিনার মুখোমুখি হয়েছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি
এই আলাপচারিতায় কারিনার কাছে জানতে চাওয়া হয় ওটিটিতে অভিষেক নিয়ে। অভিনেত্রী জানান, এ নিয়ে বেশ নার্ভাস তিনি। হাসতে হাসতে কারিনা বলেন, ‘২২ বছর আগে বলিউডে অভিষেকের সময় আমি এতটা নার্ভাস ছিলাম না। কারণ, মানুষ এখানে আমাকে খুব কাছ থেকে দেখবেন।’
শাসন করতে পারেন না কারিনা কাপুর খান
‘জানে জা’ ছবির অন্য দুই মূল চরিত্রে আছেন জয়দীপ অহলাওয়াত ও বিজয় ভার্মা। কারিনা বলেন, এই দুই তুখোড় অভিনেতার সঙ্গে কাজ করবে ভেবে তিনি বেশ ভীত ছিলেন।