এবার মেট্রোরেলে যে গান গেয়ে ভাইরাল তাসরিফ খান

প্রথম আলো প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ১৮:৪৯

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের সমর্থক ও বাংলাদেশ ক্রিকেট দলকে নিজের মতো করে শুভকামনা জানালেন তরুণ গায়ক তাসরিফ খান। গিটার নিয়ে মেট্রোরেলে ওঠেন তিনি। মুখে মাস্ক থাকার কারণে প্রথমে তাসরিফকে কেউ চিনতে পারেননি। পরে মাস্ক খুলে ‘জানি বাংলাদেশ, পারবে তুমিও’ গানটি মুখে তুলে নেন তাসরিফ। ফেসবুকে ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। এক দিনেই গানটি শুনেছেন ৬০ লাখের বেশি শ্রোতা।

তাসরিফ বলেন, ‘গান করার আগে বেশ নার্ভাস ছিলাম। যদিও কনসার্টে আমি পারফর্ম করে অভ্যস্ত, কিন্তু ট্রেনের ভেতর যাত্রীরা এই গান গাওয়ার ব্যাপারটা কীভাবে নেবে, তা নিয়ে কিছুটা এক্সাইটমেন্ট কাজ করছিল। প্ল্যান ছিল, যদি কেউ বিরক্ত হন, তবে সঙ্গে সঙ্গে গান বন্ধ করে ক্ষমা চেয়ে নেব। আর আনন্দ পেলে কিছুক্ষণ গান গাইব। তবে গান শুরু করার পর ডানে-বাঁয়ে খেয়াল করে দেখি, অনেকেই আমাকে চিনতে পেরেছে আবার অনেকেই বেশ এনজয় করে ভিডিও করা শুরু করেছে। কেউ কেউ আবার বগির অন্য পাশ থেকে গানের শব্দ পেয়ে ছুটে এসেছে আর মিটিমিটি হাসতে হাসতে গানটা উপভোগ করেছে।’ তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে এটা ছিল আমার জন্য দারুণ অভিজ্ঞতা। যদিও অর্থহীনের গান কভার করা অনেক দুঃসাহসের ব্যাপার, তা–ও গানটা গাইতে প্রচণ্ড ইচ্ছা করছিল। পরে দেখলাম অনেকেই একসঙ্গে গাইছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us