কলকাতায় ছুটির দিনে মেয়র-মন্ত্রী-বিধায়কদের বাড়িতে সিবিআইয়ের হানা

প্রথম আলো প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ১৮:০৫

আজ রোববার সাপ্তাহিক ছুটির দিনে কলকাতাজুড়ে ধুন্ধুমার কাণ্ড। আজ সকাল থেকেই কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী, বিধায়কের বাড়িসহ অন্তত এক ডজন জায়গায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। ছয় ঘণ্টা ধরে তল্লাশির পর স্থানীয় সময় বেলা তিনটায় তৃণমূলের বিধায়ক মদন মিত্রের বাড়ি থেকে বের হয়ে আসে সিবিআই। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেয়র ফিরহাদ হাকিমের বাসায় তল্লাশি চলছিল।


এই দুই নেতার বিরুদ্ধে পৌর নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ সকালে যুগপৎ এই হানা, বলছে সিবিআই।  

সকালে প্রচুরসংখ্যক সিআরপিএফ জওয়ান নিয়ে দুই বর্তমান ও সাবেক মন্ত্রীর বাসভবনে হানা দেয় সিবিআই। প্রথমে কলকাতার মেয়র এবং রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে যায় সিবিআইয়ের একটি দল। এরপরই জানা যায় যে রাজ্যের সাবেক মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্রের ভবানীপুরের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। এ সময় দুজনেই বাড়িতে ছিলেন। এই লক্ষ্যে দুই নেতার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us