চলনবিলে বন্যায় আমন ধান ও সবজির ক্ষতি

সমকাল প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ১৭:০৫

অতিবৃষ্টি ও উজানের ঢলে নাটোরের সিংড়ার চলনবিলে তলিয়ে গেছে আমন, মাষকলাই ও সবজিক্ষেত। ভেসে গেছে পুকুরের মাছ। এক থেকে দেড় মাসের মধ্যে ধান ঘরে তোলার কথা থাকলেও পানিতে তলিয়ে গেছে প্রায় আড়াই হাজার কৃষকের স্বপ্ন।


কৃষি বিভাগ জানিয়েছে, সিংড়ার ১২টি ইউনিয়নের মধ্যে আটটির আমন ধান পানির নিচে রয়েছে। ছয়টির সবজি ও মাষকলাই ডুবে গেছে। এক সপ্তাহে বন্যার পানিতে তলিয়েছে অন্তত দেড় হাজার হেক্টর জমির ধান। পুরোপুরি নষ্ট হয়েছে ৪৯২ হেক্টর জমির ফসল। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই ডুবছে নতুন নতুন ক্ষেত। ক্ষতি নিরূপণে কাজ করছে কৃষি বিভাগ।


স্থানীয় এমপি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থাকতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, কৃষি, মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us