কেন্দ্রীয় ব্যাংক দ্রব্যমূল্য কমাতে টাকার জোগান কমাতে চায়। এ জন্য ঘন ঘন ঋণের সুদের হার বৃদ্ধির নীতি গ্রহণ করেছে। তবে বাংলাদেশ ব্যাংকের গতানুগতিক ধারণার সঙ্গে একমত হতে পারছেন না অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও ব্যাংকাররা। তাঁদের যুক্তি হলো, বর্তমান সুদের পদ্ধতিতে ছয় মাসের ট্রেজারি বন্ড বিলের গড় হিসাবে স্মার্ট সুদহার নির্ধারণ করা হয়। এ জন্য সুদের হার বাড়লেও শিগগির মূল্যস্ফীতি কমবে না; কারণ, এর প্রভাব পড়তে কমপক্ষে ছয় মাস সময় লাগবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যাংকগুলোর জন্য অর্থ ধার নেওয়ার নীতি সুদহার ৭ দশমিক ২৫ শতাংশ করেছে। সম্প্রতি নীতি সুদহার ৭৫ শতাংশীয় পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে, যা এক দশকে সর্বোচ্চ। ঋণ নেওয়ার খরচ বাড়িয়ে বাজারে অর্থ সরবরাহ কমানোর মাধ্যমে মূল্যস্ফীতি হ্রাস করার লক্ষ্যেই সুদহার বাড়ানো হয়েছে। সব মিলে তিন মাসের মধ্যে দ্বিতীয়বার আর গত বছরের মে মাসের পর থেকে ষষ্ঠবারের মতো বাড়ানো হলো নীতি সুদহার।