দারুণ ডেলিভারিতে মাথিশা পাথিরানাকে বোল্ড করে ম্যাচের ইতি টেনে দিলেন কাগিসো রাবাদা। তাতে আনুষ্ঠানিকতাই সম্পন্ন হলো কেবল। ম্যাচের ফল একরকম নিশ্চিত হয়েছিল আগেই। দক্ষিণ আফ্রিকার রান পাহাড়ের জবাবে কখনও যে জয়ের আশাই জাগাতে পারেনি শ্রীলঙ্কা। অনায়াস জয়ে বিশ্বকাপে শুভসূচনা করল প্রোটিয়ারা।
১০২ রানের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। দিল্লিতে বৃহস্পতিবার তারা বিশ্বকাপ ইতিহাসের দলীয় সর্বোচ্চ ৪২৮ রানের পুঁজি গড়ে লঙ্কানদের আটকে দেয় ৩২৬ রানে।
এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক কয়েক জন। শুরুতে উইকেট হারানোর পর দুইশ রানের জুটি গড়ে ব্যক্তিগত শতকের দেখা পান কুইন্টন ডি কক ও রাসি ফন ডার ডাসেন। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন এইডেন মারক্রাম। ৫৪ বলে ১৪ চার ও ৩ ছক্কায় ১০৬ রান করে ম্যাচের সেরা অবশ্য তিনিই।