নাসার নভোচারীরা ২০২৫ সালের সম্ভাব্য চন্দ্রাভিযানে যাবেন ‘স্টাইল বজায় রেখে’। কারণ মিশনটির স্পেস স্যুট নকশা করছে ঐতিহ্যবাহী ফ্যাশন ডিজাইনার কোম্পানি প্রাডা।
বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ইতালির এই ফ্যাশন হাউজের পাশাপাশি স্যুটের নকশার পেছনে কাজ করবে প্রাইভেট কোম্পানি ‘এক্সিওম স্পেস’।
এক্সিওম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কাঁচামাল সরবরাহ ও পোশাক তৈরির মাধ্যমে এ প্রকল্পে নিজস্ব দক্ষতার ছাপ রাখবে প্রাডা।
বিবিসিকে এক নভোচারী বলেন, তিনি মনে করেন, নকশা নিয়ে অভিজ্ঞতা থাকায় প্রাডা এ চ্যালেঞ্জ উৎরাতে পারবে।