কমেছে টিভি মেরামতের কাজ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৩, ১৫:৫৫

‘একসময় কেউ টিভি সার্ভিসে দিলে তিন দিন পর্যন্ত দোকানেই পড়ে থাকতো। হাতে এত কাজ থাকতো যে দুই দিনের আগে নতুন কাজ ধরার সুযোগই ছিল না। আর এখন কাজই নাই।’ কথাগুলো বলছিলেন মিরপুর ১১ নম্বরে বড় মসজিদ এলাকার টিভি মেকানিক মো. সেলিম।


প্রায় ৫০ বছর বয়সী মো. সেলিম গত ২৫ বছর ধরে একই এলাকায় টিভি মেরামতের কাজ করে আসছেন। এর মাঝে সময় বদলেছে। এখন নিত্য-নতুন আধুনিক প্রযুক্তি পৌঁছে যাচ্ছে মানুষের দোড়গোড়ায়। তারই ধারাবাহিকতায় পুরাতন সিআরটি টিভির পরিবর্তে এসেছে নতুন এলইডি টিভি। আধুনিক সব সুবিধাযুক্ত এসব এলইডি টিভি তুলনামূলক নষ্ট কম হয়। ফলে এলাকাভিত্তিক টিভি মেকানিকদের কাজও কমে এসেছে বলে জানান সেলিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us