চীনের দক্ষিণ প্রদেশ গুয়াংডং ও হাইনান দ্বীপে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কোইনু। শনিবার (০৭ অক্টোবর) বড় ঢেউ, ভারী বৃষ্টি ও প্রবল বাতাসের বিষয়ে সতর্কতা জারি করেছে চীন। উপকূলীয় এ অঞ্চলে শনিবার ও রবিবারে আঘাত হানবে ঘূর্ণিঝড় কোইনু।
রাজ্য মহাসাগরীয় প্রশাসন বলেছে, শনিবার ও রবিবার ঝড়ের প্রভাবে দক্ষিণ চীন সাগরে নয় মিটার পর্যন্ত ঢেউ উঠতে পারে। সে কারণে এই অঞ্চলটিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। চার রঙের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কবার্তা।