কণ্ঠশিল্পী এসআই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদকে শোবিজে আদর্শ ও সুখী দম্পতি হিসেবে বলা হতো। ১৯৯৯ সালের ১৯ জুলাই তাদের বিয়ে হয়। এ সংসারে পাঁচ সন্তান রয়েছে। তারা হলেন— অনয়, শ্রেয়াস ও আরশ। আর আয়াত ও সামিয়াকে দত্তক নিয়েছেন তারা।
দীর্ঘ ২৩ বছর ধরে কোনো ঝামেলা ছাড়াই চলছিল টুটুল-তানিয়ার সংসার জীবন। তবে হঠাৎ ছন্দপতন।
শোনা যায়, বিচ্ছেদের আগে প্রায় পাঁচ বছর ধরেই দুজনে আলাদা বসবাস করছিলেন। এরপরই বিচ্ছেদের পথে হাঁটেন তারা।
এরপর গত বছর দ্বিতীয় বিয়ে করেন টুটুল। নতুন স্ত্রীর নাম শারমিন সিরাজ সোনিয়া।