বিভিন্ন সংবাদ প্রকাশক ও গণমাধ্যমের পোস্ট করা লিংকের শিরোনাম সরিয়ে ফেলছে সামাজিক মাধ্যম এক্স।
এই সম্ভাব্য পরিবর্তন নিয়ে অগাস্টে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সাময়িকী ফরচুন। সে সময় এক্স-এর মালিক ইলন মাস্ক বলেন, এই আইডিয়া দিয়েছেন তিনি নিজেই। মাস্কের মতে, এর ফলে সাইটটি ‘আগের চেয়েও সুন্দর দেখাবে’।