দেশের ৯৮ দশমিক ৫ শতাংশ এলাকায় ফোর-জি ইন্টারনেট সেবা পৌঁছে গেছে বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এরই মধ্যে দেশের শতকরা ৯৮ দশমিক ৫ শতাংশ এলাকায় মোবাইলের ফোর-জি প্রযুক্তি পৌঁছে গেছে। আমরা ফাইভ-জি চালু করেছি। প্রতি ইউনিয়নে পৌঁছেছে ফাইবার অপটিকস। ডিজিটাল সংযুক্তির এমন শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে ২০৪১ সালে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ। এ স্মার্ট বাংলাদেশই বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের (এসএটিআরসি) ২৪তম সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সম্মেলনের আয়োজন করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের তত্ত্বাবধানে বিটিআরসি ও এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (এপিটি)।