লাফিয়ে বাড়ছে লিবরার শেয়ারের দাম, নিশ্চুপ নিয়ন্ত্রক সংস্থা

প্রথম আলো প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৩, ১৪:৫৪

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হঠাৎ লাফিয়ে বাড়তে শুরু করেছে লোকসানি কোম্পানি লিবরা ইনফিউশনের শেয়ারের দাম। কোম্পানিটির শেয়ারের দাম মাত্র ৭ কার্যদিবসে ১৭৩ টাকা বা সাড়ে ২১ শতাংশ বেড়েছে। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোম্পানিটির শেয়ারের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে সম্ভাব্য বড় কারণ ‘কারসাজি’।


ডিএসইর তথ্যানুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৮০৮ টাকা। গত বুধবার দিন শেষে তা বেড়ে দাঁড়ায় ৯৮১ টাকায়। গত এক বছরের মধ্যে এটিই কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ বাজারমূল্য।


এদিকে আজ বৃহস্পতিবার লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যেই কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে হাজার টাকা ছাড়িয়ে যায়। সর্বশেষ ১০টা ১৫ মিনিটে এটির প্রতিটি শেয়ার লেনদেন হয় ১ হাজার ৫ টাকায়, যা আগের দিনের চেয়ে ২৪ টাকা বেশি।

ডিএসইতে গত ৬ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৬৬৯ টাকা। সেখান থেকে তা বেড়ে এখন হাজার টাকা ছুঁই ছুঁই করছে। কোম্পানিটি কয়েক বছর ধরেই লোকসানি প্রতিষ্ঠান। ২০২০ সালের পর এটি শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। এমনকি ২০২১ সালের মার্চের পর কোম্পানিটি আর্থিক প্রতিবেদনের হিসাবও দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসইকে। কোম্পানিটি বন্ধ নাকি চালু, তা–ও জানেন না বিনিয়োগকারীরা। অথচ বাজারে শেয়ারের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ফের শেয়ারবাজারে বড় দরপতন

জাগো নিউজ ২৪ | ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
৮ মাস, ৩ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us