প্রতিনিয়ত বদলে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। সেই সঙ্গে বদলে যাচ্ছে একের পর এক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর লোগো। এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে টুইটারে। এখন যার নাম এক্স। সেই সঙ্গে দীর্ঘদিনের লোগো ল্যারি দ্য বার্ড-ও সরিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় এসেছে এক্স লোগো। প্লাটফর্মের নামও হয়েছে এক্স। সেই সঙ্গে রংও বদলে গেছে।
সম্প্রতি মেটার মালিকানাধীন ফেসবুকের ক্ষেত্রেও এমনটা হয়েছে। তবে টুইটারের মতো ব্যাপক পরিবর্তন হচ্ছে না। খুব সামান্য পরিবর্তন হচ্ছে ফেসবুকের লোগোতে। এতই সামান্য যে বেশিরভাগ ব্যবহারকারীই বিষয়টি ধরতেই পারেননি।