একসময় মঞ্চে কাজ করতেন। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় শ্যামল মাওলার। ছোট পর্দায় এক যুগের ক্যারিয়ারে নিজেকে খুঁজে ফিরেছেন তিনি। সেখানে কতটা কী পেরেছেন, সে হিসাব টানলে খুব একটা সুখকর স্মৃতি হয়তো নেই শ্যামলের। তবে শ্যামল যে পরিশ্রম করে যাচ্ছিলেন, তা বিনাবাক্যে সবাই একমত হবেন। সেই পরিশ্রম বিফলে যায়নি।
বিশ্লেষকদের মতে, ছোট পর্দায় তাঁকে হাতেগোনা কয়েকটি আলোচিত নাটকে দেখা গেলেও শ্যামল মাওলা ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন ওটিটি যুগে এসে। ওটিটিতে মাত্র পাঁচ বছরের ক্যারিয়ারে নিজেকে অপরিহার্য করে তুলেছেন। এখন ওটিটিতেই যেন শ্যামলের জয়জয়কার। দেশের নির্মাতারা ওটিটিতে কনটেন্টের পরিকল্পনা করলেই অনেকটা শ্যামল মাওলার চরিত্র বরাদ্দ!
তাঁর ওটিটি যাত্রা মূলত ২০১৮ সালের এপ্রিলের দিকে। সে সময় নির্মাতা সৈয়দ আহমেদ শাওকির ‘ক্যাশ’ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান শ্যামল মাওলা। পরের কথা কমবেশি সবারই জানা। একের পর এক ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন।