গ্যালারি ভরাতে ফ্রিতে নারী দর্শক আনছে ভারত

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৩, ১৩:০৩

বিশ্বকাপের মত মেগা আসর। যার একটি ম্যাচ দেখার জন্য টিকিটের আশায় থাকেন সকলেই। বিরাট কোহলি বা আনুশকা শর্মাকে তো বন্ধুরা টিকিট চেয়ে নাজেহাল করেছেন। বাধ্য হয়ে এই দম্পতি তাদের বন্ধুদের অনুরোধ করেছেন বাসায় বসে খেলা দেখতে। সেই বিশ্বকাপের ম্যাচেই কিনা দর্শক নেই। তাও আবার আগের আসরের দুই ফাইনালিস্টের মধ্যকার ম্যাচে। অবিশ্বাস্য হলেও এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে দৃশ্যটা এমনই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নাকি ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের সব টিকিট বিক্রি হয়নি। আর তাইতো দর্শক ভর্তি করতে ৩০ থেকে ৪০ হাজার নারী দর্শককে হাজির করছে সেখানকার কর্তৃপক্ষ। এই কাজে তাদের সাহায্য করছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি এর স্থানীয় নেতারা। 


ওয়ার্ড পর্যায়ের এসব নেতারা আগেই নিজ নিজ এলাকার নারীদের তালিকা করে রেখেছেন। উদ্বোধনী ম্যাচে এসব নারীদের দেখা যাবে দর্শক গ্যালারিতে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, বিজেপির ওয়ার্ড পর্যায়ের নেতারা নারীদের একত্র করে তাদের হাতে ফ্রি টিকিট তুলে দেওয়ার পাশাপাশি চা ও লাঞ্চের কুপনও দিয়েছেন। তবে অন্য সংবাদমাধ্যম জানিয়েছে, সব টিকিট বিক্রি না হওয়ায় গ্যালারি ভরতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us