নতুন সংগঠন গঠনের দিনই ‘ছাত্রলীগের হামলার শিকার’

সমকাল প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৩, ১২:৫৩

গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে নতুন ছাত্র সংগঠন গঠন করে ফেরার পথে আহ্বায়ক ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ ১১ নেতা ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সংগঠনের নেতাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী নেতাকর্মীরা তাদের ওপর এ হামলা চালিয়েছে।


 বুধবার দুপুর সোয়া ১টার দিকে টিএসসিসংলগ্ন পরমাণু শক্তি কমিশনের গেটে ঘটনাটি ঘটে। তবে অভিযোগ অস্বীকার করে তানভীর হাসান সৈকত ‘হামলাকারীদের’ বিচার দাবি করেছেন।


হামলায় আহতরা হলেন– গণতান্ত্রিক ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম ও আসাদুল্লাহ আল গালিব, ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক ফয়সাল হাসান ও নুসাইবা তাসনিম সাবা, যুগ্ম সদস্য সচিব আব্দুল হান্নান মাসউদ, সদস্য নিশিতা জামান নিহা, আব্দুল্লাহ আল মাহমুদ, সুমনা শারমিন ও সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন জানিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ১০-১২ জনের মতো চিকিৎসা নিয়েছেন। তবে আখতার ছাড়া কারও অবস্থা গুরুতর নয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us