কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে আবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে আরএসওর সদস্যরা উখিয়ার বালুখালী ক্যাম্পে গুলি ও জবাই করে আরসার শীর্ষ কমান্ডার মো. ইউসুফকে (৩৮) হত্যা করে। এর জের ধরে জামতলী আশ্রয়কেন্দ্রে আরএসওর সদস্য মো. আরাফাতকে ছুরিকাঘাতে খুন করে আরসার সদস্যরা।
আরসার কমান্ডার ইউসুফ বালুখালী-৯ নম্বর আশ্রয়শিবিরের বাসিন্দা। অপর দিকে আরাফাত জামতলী আশ্রয়শিবিরের ইমান হোসেনের ছেলে ও আরএসওর একজন সক্রিয় সদস্য ছিলেন।