দাঁত দিয়ে একসঙ্গে ৬ গাড়ি টানলেন তিনি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৩, ১৬:৩৯

দাঁত দিয়ে একসঙ্গে ৬ গাড়ি টেনে দুই বিশ্বরেকর্ড করলেন দিমিত্রো হারুনিস্কি। ইউক্রেনের ৩৪ বছর বয়সী এই যুবক এর আগেও একবার বিশ্বরেকর্ড করেছিলেন। ২০২২ সালে ঘাড় দ্বারা টানা সবচেয়ে ভারী ট্রেনের বিশ্বরেকর্ড স্থাপন করেছিলেন তিনি।


এর পরই তিনি দাঁত দিয়ে গাড়ি টানার প্রশিক্ষণ শুরু করেন। এবার একসঙ্গে দুটি রেকর্ড করে ফেলেছেন দিমিত্রো। প্রথমটি হচ্ছে বেশিরভাগ গাড়িই দাঁত দিয়ে টানা-৬টি এবং দ্বিতীয়টি দাঁত দিয়ে দ্রুততম ৩০ মিটার গাড়ি টানা। সময়: ১৫.৬৩ সেকেন্ড।


দিমিত্রো তার দাঁত দিয়ে শুধু ছয়টি গাড়ি টেনেননি, তিনি আরও ছয়জন মানুষকেও টেনেছিলেন, কারণ প্রতিটি গাড়ির ভেতরে একজন চালক ছিল। তবে গাড়ির ইঞ্জিনগুলো বন্ধ রাখা হয়েছিল। ছয়টি গাড়ি এবং চালকের মোট ওজন ছিল ৭ হাজার ৬০৪ কেজি (১৬ হাজার ৭৬৩ পাউন্ড)।


দিমিত্রো বলেছেন যে তিনি এই রেকর্ড ভাঙতে চান এবং এরই মধ্যে তার দাঁত দিয়ে সাতটি গাড়ি টেনে নিজের একটি ভাঙার পরিকল্পনা করছেন। তিনি তার এই রেকর্ডটি তার দেশের জন্য উৎসর্গ করেছেন। দিমিত্রোর আগে ২০২১ সালে অস্ট্রেলিয়ার ট্রয় কনলি এই রেকর্ড করেছিলেন ৫টি গাড়ি টেনে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us