টেলিকম খাতের টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধি নিশ্চিতে দক্ষিণ এশীয় দেশগুলোকে এক ছাতার নিচে এসে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, টেলিকম খাতের টেকসই উন্নয়ন জরুরি। অর্থনীতিতে এটি শক্তিশালী উদীয়মান একটি খাত। এর প্রবৃদ্ধি নিশ্চিতে দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে এ অঞ্চলের দেশগুলোকে এক ছাতার নিচে এসে জোরালোভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের (এসএটিআরসি) ২৪তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের স্কাই বলরুমে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী পর্বের আয়োজন করা হয়। সম্মেলন চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, টেলিকমের মতো বিস্তৃত খাতে উন্নয়নের চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় খুবই জরুরি। তিনদিনের এ সম্মেলন দক্ষিণ এশিয়ার দেশগুলোর টেলিযোগাযোগ খাতে নিয়োজিত ঊর্ধ্বতন ব্যক্তিদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দিয়েছে।