তলবের চিঠি পেয়ে জবাবও দিয়েছেন ড. ইউনূস, দুদক বলছে মিথ্যা

আজকের পত্রিকা প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৩, ১৮:২৯

অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তলব করে পাঠানো চিঠির বিষয়টি অস্বীকার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে জানতে চাইলে দুদকের একাধিক কর্মকর্তা খবরটি মিথ্যা বলে দাবি করেন।


ড. ইউনূসকে তলবের বিষয়ে জানতে চাইলে দুদকের কমিশনার (তদন্ত) জহুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘একদম ফেক। কোনো সত্যতা নেই। যেসব সাংবাদিক এ তথ্য ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে অভিযোগ করেন।’ 


দুদকের তদন্তকারী কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান বলেন, ‘এটা মিথ্যা সংবাদ। তলব করলে তো আমিই করতাম। আমি তদন্তকারী কর্মকর্তা।’ দুদকের সচিব মাহবুব হোসেন এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। 


আজ মঙ্গলবার ড. ইউনূসসহ ১৩ ব্যক্তিকে দুদকে তলবের একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এ সংক্রান্ত একটি চিঠি আজকের পত্রিকার কাছে রয়েছে।  ওই চিঠিতে প্রাপকের ঠিকানায় ড. ইউনূসের ঠিকানা উল্লেখ করা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us