চামড়াজাত জুতা রপ্তানি পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন

ডেইলি স্টার প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৩, ১৮:১৫

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে বাংলাদেশের চামড়াজাত জুতা শিল্পের রপ্তানি আয় পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন ১৪১ দশমিক ৮৩ মিলিয়ন ডলারে নেমে এসেছে। বিশ্লেষকরা বলছেন, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ইউরোজোন থেকে রপ্তানি আদেশ কমায় এই শিল্পের রপ্তানি আয় কমেছে।


রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় রপ্তানি আয় কমেছে ৩২ দশমিক ৭৭ শতাংশ।


চামড়াজাত জুতা শিল্প গত অর্থবছরের একই সময়ে ২১০ দশমিক ৯৬ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল। এমনকি ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বরে করোনার সময়েও ১৪৮ দশমিক ৩৬ মিলিয়ন ডলার মূল্যের রপ্তানি করেছিল।


এপেক্স ফুটওয়্যার লিমিটেডের চিফ ফিনান্সিয়াল অফিসার দিলীপ কাজুরি বলেন, রপ্তানি আদেশ কমায় চামড়াজাত জুতার নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে নতুন অর্থবছর শুরু হয়েছে।


তিনি জানান, গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে এপেক্সের রপ্তানি ৫৮ শতাংশ ও আগস্টে ৩৭ শতাংশ কমেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us