নারী সার্জেন্টের সঙ্গে ‘ধস্তাধস্তি’, জামিন পেলেন মা-মেয়ে

ঢাকা ট্রিবিউন প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৩, ১৭:৫৩

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অবৈধ পার্কিংয়ের দায়ে জরিমানা করা নিয়ে পুলিশের এক নারী সার্জেন্টের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন গ্রেপ্তার মা-মেয়ে।


মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত তাদের জামিন মঞ্জুর করেন। অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক এশারত আলী।


অভিযুক্ত দুইজন হলেন- তাসফিয়া ইসলাম (২২) ও তার মা দিলারা আক্তার (৫০)।


এর আগে, গত ২৭ সেপ্টেম্বর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী সার্জেন্ট বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মা-মেয়েকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক প্রাণোতোষ ঘোষ। অপরদিকে আসামিপক্ষ জামিনের আবেদন করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us