অক্টোবরে কি রাজনীতির রং বদলাবে?

জাগো নিউজ ২৪ মোনায়েম সরকার প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৩, ১৩:০২

রাজনীতির প্রতি যাদের আগ্রহ তারা নজর রাখছেন অক্টোবর মাসে রাজনীতির গতি-প্রকৃতির দিকে। অনেকে মনে করছেন, অক্টোবর মাসে দেশের রাজনীতি এমন একটি অবয়ব ধারণ করবে যা থেকে পরিষ্কার বোঝা যাবে কি আসলে ঘটবে আগামী দিনে। আবার এমন ধারণাও আছে যে রাজনীতি নিয়ে আগাম মন্তব্য করা যাবে না। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ক্ষমতাপ্রত্যাশী বিএনপির পরস্পরবিরোধী ঠ্যালাধাক্কার মধ্য দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনের দিকেই যাবে দেশ।


তবে অক্টোবর মাস ঘটনাবহুল ও উত্তেজনায় ভরা যে থাকবে, তা হয়তো ঠিক। ৪ অক্টোবর দুপুরে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে তিনি ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ৩০ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্য গেছেন। প্রধানমন্ত্রীর দেশে ফেরার সময় বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত তাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছিল আওয়ামী লীগ। কিন্তু রাস্তা বন্ধ করে, জনদুর্ভোগ সৃষ্টি করে সংবর্ধনা নিতে সম্মতি দেননি শেখ হাসিনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us