যখন-তখন প্রস্রাব ঝরার সমস্যা কেন হয়, সমাধান কী

প্রথম আলো প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৩, ১২:৪৮

যখন-তখন, সামান্য চাপে প্রস্রাব ঝরে। হালকা নড়াচড়াতেও ঘটে এমনটি। এতে ভয়ে-সংকোচে অনেক নারী বাড়ির বাইরে যাওয়া, সামাজিক মেলামেশা, ভ্রমণ ইত্যাদি বন্ধ করে দেন। তাঁরা সারাক্ষণ এ নিয়ে দুশ্চিন্তায় থাকেন। এটি গর্ভধারণ–পরবর্তী নারীদের একটি পরিচিত সমস্যা, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রকট আকার ধারণ করে।


চিকিৎসাশাস্ত্রে এই রোগকে বলা হয় স্ট্রেস ইউরিনারি ইনকনটিনেন্স। রোগটি নারীদেরই বেশি হয়, ক্ষেত্রবিশেষ পুরুষেরাও ভুক্তভোগী।

উপসর্গ 
● হাঁচি–কাশির সঙ্গে প্রস্রাব ঝরা।  


● শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গির পরিবর্তন যেমন চেয়ার থেকে উঠে দাঁড়ানো বা শোয়া থেকে উঠে দাঁড়ানোর সময় প্রস্রাব ঝরা।


● জোরে হাসি দিলে বা নামাজের রুকু-সিজদায় (যেসব অবস্থায় পেটের অভ্যন্তরীণ চাপ বাড়ে) গেলে প্রস্রাব ঝরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us