মুক্তির ১৫ বছর পরেও ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমা রয়ে গেছে দর্শকদের মনের মণিকোঠায়। আর সেই সঙ্গে আরও দুটি নাম জুড়ে গেছে একসঙ্গে, রাহুল-প্রিয়াঙ্কা। রাহুল বন্দ্যোপাধ্যায় আর প্রিয়াঙ্কা সরকারের প্রেমের উপাখ্যান কোনো সিনেমার চিত্রনাট্যের থেকে কম উত্তেজক নয়।
চিরদিনই’র শুটিং চলাকালেই একে-অপরকে মন দিয়ে বসেন তাঁরা। এরপর বিয়েও করেন খুব জলদি, ২০১০ সালে। তারপর জন্ম হয় ছেলে সহজের। কিন্তু ছাদ আলাদা হয় ২০১৭ সালে।
বিয়েবিচ্ছেদ নিয়ে সেই থেকে চলছিল একটা দীর্ঘ আইনি লড়াই। ২০২২ সালে যার রাশ টেনেছেন দুজনেই। রাহুলের সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায় প্রিয়াঙ্কার সঙ্গে ছবি। ছেলে সহজের সঙ্গে দুজনের একটি ছবি শেয়ার করে অভিনেতা লিখেছিলেন ‘নতুন শুরু’।