জাতীয় নির্বাচনের পর দেশে বড় বিনিয়োগ আসবে: বিএসইসি চেয়ারম্যান

আজকের পত্রিকা প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৩, ২২:১৯

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আরও স্মার্ট হতে হবে। প্রধানমন্ত্রী সব সময় বলেন, স্মার্ট হতে হবে প্রতিটা কাজে। বিনিয়োগে ঝুঁকি যেভাবে বেড়েছে, স্মার্ট না হলে সেগুলো এড়িয়ে চলা যাবে না। 


আজ সোমবার বিএসইসির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনের পর দেশে বড় বিনিয়োগ আসবে।  


বিশ্ব পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) সদস্য হিসেবে ২০১৭ সাল থেকে প্রতি বছর সপ্তাহটি পালন করছে বিএসইসি। এরই ধারাবাহিকতায় ২ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৩’ পালনের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিএসইসি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us