বেশ কয়েক দিনের অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রের কংগ্রেস শেষ পর্যন্ত একটি বিল পাস করতে সমর্থ হয়েছে, যার আওতার মধ্য নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকার তার কার্যক্রম চালাতে পারবে। অর্থ জোগানোর এই বিল যদি পাস না হতো, তাহলে যুক্তরাষ্ট্রে শাটডাউন ঘটতে পারত এবং ফলাফল হতে পারত বিপর্যয়কর।
সিএনএন জানিয়েছে, তহবিল জোগানোর যে বিল পাস হয়েছে, সেটি সাময়িক সময়ের জন্য কেন্দ্রীয় সরকারের জন্য অর্থের সরবরাহ নিশ্চিত করবে। নভেম্বরের ১৭ তারিখ পর্যন্ত সরকার কার্যক্রম চালাতে পারবে। এরপর শাটডাউন এড়াতে হলে আইনপ্রণেতাদের অবশ্যই আরেকটি অর্থায়ন বিল পাস করতে হবে।
কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাককার্থি সাময়িক এই বিলের ব্যাপারে বিরোধী দল ডেমোক্র্যাটদের সমর্থন আদায়ে সক্ষম হন। তবে তাঁর নিজের রিপাবলিকান পার্টির কিছু কট্টর সদস্য এই বিলের বিপক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন। সিনেটে অবশ্য দুই দলের সদস্যরা বিলটি পাস করেন এবং শনিবার রাতেই প্রেসিডেন্ট জো বাইডেন এতে স্বাক্ষর করেন।