জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়াশোনার সময় সিলিং ফ্যান ভেঙে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আহত আনিসুর রহমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী।
এ ঘটনায় পুরাতন ফ্যান সংস্কারের জন্য দুই দিন লাইব্রেরি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। গ্রন্থাগারের পুরাতন ফ্যান পরিবর্তন ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি সংস্কারের জন্য মঙ্গল ও বুধবার গ্রন্থাগার বন্ধ থাকবে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ফারজানা নিপা বলেন, লাইব্রেরির সব ফ্যান অনেক পুরাতন। সেগুলো ঠিকমতো সংস্কার করা হয় না। আমার পাশেই ফ্যানটি ভেঙে পড়েছে। এতে একজন আহত হয়েছেন। মাত্র কয়েক সেন্টিমিটার ব্যবধানে আমি রক্ষা পেয়েছি। ফ্যানগুলো যদি সংস্কার করা না হয় তাহলে এভাবে আরও অনেকেই দুর্ঘটনার শিকার হবে।