হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বা সমমানের বিমানবন্দরগুলোর মতো সেবা প্রদানে সংশ্লিষ্টদের বলা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান।
সোমবার (২ অক্টোবর) শাহজালাল বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আগামী ৭ অক্টোবর তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হবে।
বেবিচক চেয়ারম্যান বলেন, তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিদেশি সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে যাত্রীসেবার মান সুনিশ্চিত করতে পারবে- সে বিষয়গুলো নিশ্চিত হওয়ার পর আমরা বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি করবো। তাদের সঙ্গে চুক্তির সময় বলে দেওয়া হবে যেন যাত্রীসেবার মান সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর বা সমমানের বিমানবন্দরগুলোর মতো হয়। এছাড়া আমাদের দেশীয় স্টেকহোল্ডার যারা আছে তাদেরও বলা হয়েছে কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। নতুন টার্মিনালে যাদের যতটুকু প্রয়োজন সে অনুযায়ী অফিস স্পেস বরাদ্দ দেওয়া হবে।