বৃষ্টির কারণে অনেকটা সময় ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচ। তবে আপাতত বৃষ্টি থেমেছে। চলছে মাঠ পরিচর্যার কাজ। ৩০ ওভারে ৫ উইকেটে ১৫৩ রান নিয়ে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
তানজিদ হাসান তামিমের মতো টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন মেহেদি হাসান মিরাজও। তবে তামিম আর মিরাজ দারুণ ব্যাটিং করলেও টপ আর মিডল অর্ডারের বাকিরা করেছেন হতাশ।
লিটন দাস ৫, নাজমুল হোসেন শান্ত ২, মুশফিকুর রহিম ৮ আর মাহমুদউল্লাহ রিয়াদ আউট হয়েছেন ১৮ রান করেই।
বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ। গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।