দুর্বৃত্তের মারধরে আহত চারণকবি রাধাপদ রায়ের শরীরের ব্যথা চিকিৎসায় অনেকখানি কমে এসেছে। কিন্তু মনের ব্যথা যাচ্ছে না তার। অশীতিপর এই কবি কোনোভাবেই বুঝে পাচ্ছেন না যে, ঠিক কী কারণে তার গায়ে হাত তোলা হলো? কেউ তার শত্রু হতে পারে এমনটিও ভাবতে পারছেন না তিনি।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার এই চারণকবির দিন কাটে নিজ গ্রামসহ আশপাশের এলাকার মানুষকে স্বরচিত কবিতা শুনিয়ে। এতে লোকে খুশি হয়ে তাকে কিছু টাকা-পয়সা দেয়। তা দিয়েই অন্নের সংস্থান হয় তার।
স্থানীয় বাসিন্দা ও পুলিশের ভাষ্য, গত শনিবার উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের মাধাইখাল গ্রামে রাধাপদ রায়কে মারধর করে রক্তাক্ত করেন স্থানীয় কদু মিয়া (৪২) ও তার ছোট ভাই রফিকুল ইসলাম (৩৬)। তারা ভিতরবন্দ ইউনিয়নের বচুয়ারপাড় গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
এ ঘটনায় কদু মিয়া ও রফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন রাধাপদ রায়। কিন্তু তিন দিনেও তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।