বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ প্রদান করতে শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আয়োজন করা হয়েছিলে সেলিব্রিটি ক্রিকেট লিগের। তবে এর অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। এ খেলা নিয়ে তারকাদের মধ্যে মারামারির মতো অপ্রত্যশিত ঘটনা ঘটে।
বিনোদন অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো এ সেলিব্রিটি ক্রিকেট লিগে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা। এটি নিয়ে নেটিজেনরা এখনো আলোচনায়-সমালোচনায় মগ্ন রয়েছেন।
ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত শনিবার এ টুর্নামেন্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মারামারির ঘটনায় সাময়িক স্থগিত করা হয়েছে শেষ দিনের খেলা। কিন্তু গত শুক্রবার রাতের ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে এখনো বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন শিল্পী ও কলাকুশলীরা। তারকারা একে অন্যদের দিকে অভিযোগের তির নিক্ষেপ করছেন। শোনা যাচ্ছে মীমাংসার কথাও।