মেসিকে নিয়ে ‘সুসংবাদ’ দিয়েছেন কোচ

আজকের পত্রিকা প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৩, ১৯:০৮

ক্যারিয়ারে চোটে পড়ে লিওনেল মেসিকে ম্যাচ মিস করতে দেখা যায় কম। আর টানা ম্যাচ মিস তো দেখাই যায় না। ইন্টার মায়ামিতে আসার পর প্রথম দিকে সময়টা ভালোই যাচ্ছিল তাঁর। তবে গত কয়েকদিন চোট বেশ ভোগাচ্ছে তাঁকে। টানা বেশকিছু ম্যাচ তিনি খেলতে পারেননি। এবার তাঁকে নিয়ে ‘সুসংবাদ’ দিয়েছেন মায়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো।



গত ২১ সেপ্টেম্বর ডিআরভি পিংক মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি খেলেছিল টরন্টোর বিপক্ষে। সেই ম্যাচে ৩৭ মিনিট খেলার পর মাংসপেশির চোটে পড়ে মাঠ ছাড়েন তিনি। এরপর মায়ামির জার্সিতে টানা তিন ম্যাচ মিস করেছেন তিনি। দলও পায়নি জয়ের দেখা। যার মধ্যে রয়েছে ইউএস ওপেন কাপের ফাইনালে হাউস্টন ডায়নামোর বিপক্ষে পরাজয়। আর এমএলএসে দুটো ম্যাচে ড্র করেছে মায়ামি। যার মধ্যে রয়েছে ডিআরভি পিংক স্টেডিয়ামে নিউইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ। মেসির সুস্থ হয়ে ওঠার ব্যাপারে মার্টিনো বলেন, ‘গ্রুপ থেকে আলাদা হয়ে অনুশীলন করছে। (মেসি) আগের চেয়ে অনেক অনেক ভালো আছে সে। সময়ই বলে দেবে আমি সত্যি বলছি কি না। অথবা যেই ব্যক্তি রিপোর্ট দিয়েছেন, তিনি ঠিক বলেছেন কি না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us