You have reached your daily news limit

Please log in to continue


সুস্থ থাকুক আপনার হৃদয়

হৃদরোগ বললে হৃৎপিন্ডের অসুস্থতা বোঝায়। হৃদরোগকে দুই ধরনের। এক জন্মগত হৃদরোগ জন্মের পর হৃৎপিন্ডের দেয়ালে ছিদ্র, ভাল্বের গঠনে ত্রুটিজনিত সমস্যা। এ ধরনের সমস্যা দেখা যায় ১ থেকে ২ ভাগ। দুই অর্জিত হৃদরোগ

বাতজ্বরজনিত, যাকে রিউমেটিক হার্ট ডিজিজ (জঐউ) বলা হয়। এটা হার্টের ভাল্বের ক্ষতি করে। অবশিষ্ট প্রায় ৯৭-৯৮% হৃদরোগই মূলত হার্টের নিজের রক্তনালির প্রতিবন্ধকতা বা ব্লকজনিত। সাধারণত হৃদরোগ বা হার্ট ডিজিজ বলতে রক্তনালির প্রতিবন্ধকতাজনিত হার্টের কষ্টকে বোঝায়, যাকে ইংরেজিতে হার্ট ব্লকেজ বা সিএডি (ঈঅউ) বা সিএইচডি (ঈঐউ) বলা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন