বাংলাদেশ-ভারত মৈত্রী টেনিস

যুগান্তর প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৫

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে বাংলাদেশ-ভারত মৈত্রী টেনিস কাপ ও মেগা স্পোর্টস মেডিসিন ক্লিনিক শুরু হয়েছে। 



শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের যুব ও ক্রীড়া মন্ত্রী টিংকু রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালক সত্যব্রত নাথ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-১ শাখা) মো. নজরুল ইসলাম। 


অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি খালিদ মাহমুদ চৌধুরী এমপি। 


এ সময় ভারত-বাংলাদেশ স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের সভাপতি ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, ফোরামের সাধারণ সম্পাদক সুজিত রায় উপস্থিত ছিলেন। 


প্রতিযোগিতায় অংশ নিতে ভারত থেকে ২৪ সদস্যের একটি দল ঢাকায় এসেছে। বালক ও বালিকা এককে তিনটি করে, বালক ও বালিকা দ্বৈতে একটি করে এবং বালিকা দ্বৈত ও মিশ্র দ্বৈতে একটি করে খেলা অনিুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে ৫টি খেলা এবং আজ সমাপনি দিনে ৪টি খেলা অনুষ্ঠিত হয়। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us