তেজগাঁও রাজধানীর সবচেয়ে বেশি অপরাধপ্রবণ এলাকা, কম রমনা

প্রথম আলো প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ২২:২১

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ রাজধানীর সবচেয়ে বেশি অপরাধপ্রবণ এলাকা। এরপরই আছে যথাক্রমে ওয়ারী, মিরপুর, উত্তরা, লালবাগ, গুলশান, মতিঝিল ও রমনা বিভাগ। ডিএমপির করা গত সাড়ে তিন বছরের (২০২০-২০২৩ জু্ন) তথ্যউপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, প্রতিটি বিভাগেই আগের বছরের তুলনায় অপরাধ বেড়েছে।


অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর ৫০ থানাকে আটটি অপরাধ বিভাগে ভাগ করে কাজ করছে ডিএমপি। পুলিশের তথ্যউপাত্ত বিশ্লেষণে দেখা যায়, তেজগাঁও বিভাগে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও মাদকের কারবার সবচেয়ে বেশি। ওয়ারী বিভাগে খুন ও ধর্ষণের ঘটনা বেশি। মিরপুরে বেশি চাঁদাবাজি। উত্তরা বিভাগে চোরাচালান, লালবাগে বিস্ফোরক দ্রব্য, গুলশান বিভাগে দাঙ্গা ও রাজনৈতিক খুনের মতো ঘটনা বেশি।


গত ১ জুলাই রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তেজগাঁও ট্রাফিক বিভাগের এক কনস্টেবল মনির হোসেন তালুকদার নিহত হন। এর পর থেকে ডিএমপি রাজধানীজুড়ে বিশেষ অভিযান শুরু করে। তবে এর মধ্যেও নগরীতে ছিনতাইকারীদের কবলে পড়ে মানুষ হতাহত হচ্ছেন। ডিএমপির কর্মকর্তারা বলছেন, রাজধানীর যেসব এলাকায় বস্তি, নিম্ন আয় ও ভাসমান মানুষের বসবাস বেশি, সেখানে অপরাধের ঘটনা বেশি। স্থানভেদে ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য অনুযায়ী এলাকাগুলোতে অপরাধের ধরন একেক এলাকায় একেক রকম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us