‘বিস্ফোরণের পরে আমি শুধু মৃতদেহ এবং আহতদের দেখেছি। আমি ঘটনাস্থলে অসহায় মানুষদের বাঁচার জন্য লড়াই করতে দেখেছি।রক্তাক্ত আহতদের হাহাকার ভুলতে পারি না’।
হাসপাতালের ট্রমা সেন্টারের বাইরে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকা তরুণ বরকত আলী অশ্রুসিক্ত চোখে এসব বলতে থাকলেন। তাঁর কাপড় রক্তে ভিজে গেছে। আলী যখন আল জাজিরাকে পরিস্থিতির বর্ণনা দিচ্ছিলেন তখনও তাঁর মুখ বেয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিলো।