চলতি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ইউরোপজুড়ে যে গরম অনুভূত হয়েছে, তা এর আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন মহাদেশটির আবহাওয়াবিদরা। নজিরবিহীন এই তাপবৃদ্ধির জন্য বিদায়ী এই মাসটিকে ইতোমধ্যে ইউরোপের ইতিহাসের সবচেয়ে উষ্ণ সেপ্টেম্বর হিসেবে উল্লেখ করেছেন অনেক আবহাওয়াবিদ।
ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটেও-ফ্রান্স জানিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বরে ফ্রান্সজুড়ে গড় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই মাসে দেশটিতে গড় তাপমাত্রা যা থাকার কথা, তার তুলনায় চলতি সেপ্টেম্বরে ফ্রান্সের তাপমাত্রা ছিল ৩ দশমিক ৫ ডিগ্রি থেকে ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।