আসবাবে পোকার আক্রমণ রুখতে

দেশ রূপান্তর প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৩

বৃষ্টিবাদলের সময়টাতে পোকা-মাকড়ের উপদ্রব বেড়ে যায়। বিশেষ করে একটু অযতেœ কাঠের আসবাবে ঘুণ ধরে। কীভাবে যতœ নিলে আসবাব ঠিক থাকবে জেনে নিন।


সাধারণত ঘুণ ভেজা কাঠে বাসা বাঁধে। তাই কাঠের আসবাব কেনার আগে ভালো করে দেখে নিন কাঠ ভেজা বা কাঁচা আছে কি না। বাড়ির কোনো পুরনো আসবাব যদি ভিজে যায়, তা হলে কড়া রোদে শুকিয়ে নিন। লক্ষ রাখুন কোনো স্যাঁতসেঁতে জায়গায় যেন কাঠের তৈরি সামগ্রী না থাকে। এ ছাড়াও এমন অনেক কাঠ থাকে যাতে ঘুণ ধরতে পারে না। সেই ধরনের কাঠের আসবাব কেনাই শ্রেয়।


কাঠের গায়ে কোনো রকম ছিদ্র থাকলে, সেই ছিদ্র পথ দিয়ে ঘুণপোকা প্রবেশ করে। তাই কেনার সময় দেখবেন, এমন কোনো ছিদ্র যেন না থাকে। পুরনো আসবাবের গায়ে যদি কোনো প্রকার ছিদ্র দেখা যায়, তা হলেও তৎক্ষণাৎ তা মোম বা গালা জাতীয় কিছু দিয়ে বন্ধ করে দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us