গত কবছর ধরে করোনার ভয়াল থাবায় গোটা বিশ্ব তছনছ হয়েছে। যার কবল থেকে আমরাও মুক্তি পাইনি। তবে করোনা প্রতিরোধে সরকারের ভ্যাকসিন কর্মযজ্ঞ সেই ভয়াবহতাকে অনেকাংশেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। যদিও এখনো বাংলাদেশ পুরোপুরিভাবে করোনা মুক্ত হতে পারেনি। যদিও আক্রান্ত ও মৃত্যুর হার খুব কম। আবার ডেঙ্গুর কবলে বাংলাদেশ অনেকটাই যেন অসহায় হয়ে পড়েছে!
প্রতিদিন আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি মৃত্যুর সংখ্যাও কমছে না; বরং প্রতিনিয়ত বেড়েই চলছে। আমরা জানি, ডেঙ্গুর বাহক একমাত্র মশার কামড়। তবে সব মশা নয়, এডিস মশা কামড়ালে ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হয়। অথচ মশা নিধনে সরকারি ব্যয় বরাদ্দ বাড়লেও মশা নিধনে সিটি করপোরেশন যে পুরোপুরি ব্যর্থ, যা নির্দ্বিধায় বলা যায়। ফলে জনজীবনে ডেঙ্গু আতংক প্রতিটি মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে। প্রতিদিনই মৃত্যুবরণ করছে সম্ভাবনাময় কত মানুষ। বিশেষ করে, শিশুদের নিরাপত্তাহীনতা বাড়ছে। ইতিমধ্যেই ডেঙ্গুতে মারা গেছে অনেক শিশু। এর শেষ কোথায়, তা কারও জানা নেই।