ভারতের জেট এয়ারওয়েজের পুনরুজ্জীবন ও এটির মালিকানা গ্রহণের বিষয়ে আদালতের জারি করা নির্দেশনা অনুযায়ী ৪ কোটি ২১ লাখ ডলার বা ৩৫০ কোটি রুপি মূলধন বিনিয়োগ সম্পন্ন করেছে জালান কালরক কনসোর্টিয়াম (জেকেসি)।
আজ শুক্রবার এক বিবৃতিতে এমনটি জানায় জেকেসি। এর মাধ্যমে জেট এয়ারওয়েজকে আবার চালু করার লক্ষ্যে দেওয়া মূলধন বিনিয়োগের প্রতিশ্রুতি পূরণ করেছে জেকেসি। খবর রয়টার্সের।
চলতি বছরের শুরুর দিকে ভারতের কোম্পানি আইন ট্রাইব্যুনাল জেট এয়ারওয়েজকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে জেকেসির কাছে সংস্থাটির মালিকানা হস্তান্তরের অনুমতি দেয়। বেশ কিছু বছর ধরেই ঋণে জর্জরিত হয়ে ভুগছে এই বেসরকারি বিমান সংস্থা। যুক্তরাজ্যভিত্তিক কালরক ক্যাপিটাল ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্যবসায়ী মুরারি জালান মিলে এই জেকেসি জোট গঠন করেছে।