নেদারল্যান্ডসের রটারডামে দুটি বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। ইতোমধ্যে সেই হামলাকারীকে গ্রেপ্তার করেছে ডাচ পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার একটি বাড়িতে গিয়ে গুলি চারায় হামলাকারী। এরপর বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর এরাসমাস মেডিকেল সেন্টারে হামলা চালায়।
৩২ বছর বয়সী ওই ব্যক্তি এরাসমাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার গুলিতে ৩৯ বছর বয়সী এক নারী ও তার ১৪ বছরের মেয়ে মারা গেছে। হাসপাতালে মারা গেছেন ৪৩ বছর বয়সী একজন প্রভাষক।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেনা ক্যামেফ্লেজ পোশাক পরা একজন ব্যক্তিকে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।একজন নিরাপত্তা রক্ষী বলেন,`খুবই ভয়ানক পরিস্থিতি ছিল। হামলাকারী মূল দরজা দিয়ে হাসপাতালে প্রবেশ করেননি।