অ্যান্টার্কটিকা মহাদেশের চারপাশ ঘিরে রেখেছে অ্যান্টার্কটিক মহাসাগর বা সাউদার্ন ওশেন। অ্যান্টার্কটিকা মহাদেশ পুরোটাই বরফের সমুদ্রে আচ্ছাদিত। শীতকালে এখানে সবচেয়ে বেশি বরফ জমাট বাঁধে। কিন্তু সোমবার মার্কিন স্যাটেলাইটের প্রাথমিক তথ্য জানিয়েছে, এবারের শীতে সবচেয়ে কম বরফ দেখা যাচ্ছে অ্যান্টার্কটিক মহাসাগরে।
কিছুদিনের মধ্যেই পৃথিবীর দক্ষিণ এই গোলার্ধ যখন বসন্তে গড়াবে, ঠিক এ সময় যুক্তরাষ্ট্রের ‘ইউএস ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার’ (এনএসআইডিসি) ১০ সেপ্টেম্বর এক বিবৃতিতে জানিয়েছে যে অ্যান্টার্কটিক মহাসাগরে এ বছর বরফের সর্বোচ্চ আকার ছিল ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার বর্গকিলোমিটার। ১৯৭৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বরফ জমাটের সর্বনিম্ন রেকর্ড এটি। এ বছর জমাট বাঁধা বরফের আয়তন আগের রেকর্ডের চেয়ে প্রায় ১০ লাখ বর্গকিলোমিটার কম।