আর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে মেটার কানেক্ট সম্মেলন। বাংলাদেশ সময় রাত ১১টায় মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে এ সম্মেলন শুরু হবে। বার্ষিক এ সম্মেলনে নিজেদের তৈরি নতুন প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করে থাকে মেটা। আর তাই বরাবরের মতো এ বছরও কানেক্ট সম্মেলন ঘিরে প্রযুক্তিপ্রেমীদের বেশ আগ্রহ রয়েছে। দুই দিনের এ সম্মেলনে মেটা যেসব নতুন প্রযুক্তি বা পণ্যের ঘোষণা দিতে পারে, সেগুলো নিচে দেখে নেওয়া যাক—
কোয়েস্ট থ্রি হেডসেট
গত জুন মাসে অ্যাপলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস (ডব্লিউডব্লিউডিসি) সম্মেলন শুরুর আগে নিজেদের তৈরি কোয়েস্ট হেডসেটের নতুন মডেল তৈরির ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। কানেক্ট সম্মেলনে ‘কোয়েস্ট থ্রি’ মডেলের মিক্সড রিয়েলিটি প্রযুক্তির হেডসেটটি প্রদর্শন করতে পারে মেটা।