অক্টোবর আন্দোলন

বাংলা ট্রিবিউন সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫২

সেপ্টেম্বর গেছে। এখন অক্টোবরকেই বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের গতিপথ নির্ধারণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস। এ মাসেই বোঝা যাবে বিএনপির দাবি অনুযায়ী নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, নাকি আওয়ামী লীগ তার মতো করে শেখ হাসিনা সরকারের অধীনেই নির্বাচন করে ফেলবে। করে ফেললে কি বিএনপি সেই নির্বাচনে যাবে নাকি যাবে না?


ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিয়েছে সে কোনও পর্যবেক্ষক দল পাঠাবে না। কারণ হিসেবে সংঘাতের কথা উঠে এসেছে। যুক্তরাষ্ট্র সরকার নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে কিনা, তা যাচাই করতে একটি প্রতিনিধিদল আসছে অক্টোবরে। দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন (পিইএএম) পরিচালনা করবে। ছয় সদস্যের প্রতিনিধিদল এবং তাদের সহায়তাকারীরা আগামী ৭ থেকে ১৩ অক্টোবর বাংলাদেশ সফর করবেন। তাদের এই সফরের মাধ্যমে আগামী নির্বাচন প্রশ্নে মার্কিন মনোভাবও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us