যুক্তরাষ্ট্রের ভিসা নীতির রেশ কাটতে না কাটতেই এবার বাণিজ্যের দায় শোধেও জটিলতায় পড়তে যাচ্ছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল (ওএফএসি) সে দেশের ব্যাংকগুলোকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর সঙ্গে সম্পর্কিত লেনদেন নিষ্পত্তি না করার জন্য নির্দেশনা দিয়েছে। আকুর সদস্য হিসেবে বাংলাদেশকেও এ জন্য ভুগতে হবে। বিশেষ করে আকুর সুবিধা নিয়ে বাংলাদেশ বাকিতে আমদানি দায় পরিশোধের যে সুযোগ পেয়ে আসছিল, তা এখন অনিশ্চয়তায় পড়বে। বাধ্য হয়ে নগদে আমদানি দায় শোধ করতে হবে বাংলাদেশকে, যা ডলার-সংকটের এই সময়ে বেশ কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
আকু মূলত একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা। আকুর সদস্যদেশ হচ্ছে বাংলাদেশ, ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এর প্রধান কার্যালয় ইরানের রাজধানী তেহরানে। আকুর মাধ্যমে লেনদেনের সুবিধা হলো সদস্যদেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোকে লেনদেনের পুরো অর্থ পরিশোধ করতে হয় না, বরং পরস্পরের কাছে তাদের ঠিক কী পরিমাণ দেনা আছে, তা বাদ দিয়ে বাকি অর্থ পরিশোধ করা যায়। সংগঠনটির ৯ দেশের মধ্যে আমদানি বিল সাধারণত যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের মাধ্যমে দুই মাস পরপর পরিশোধ করা হয়।