ইরাকে বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড, বর-কনেসহ শতাধিক মৃত্যু

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৩

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর নিনেভেহ প্রদেশে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগিকাণ্ডে অন্তত ১১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হন দেড়শতাধিক। নিহতদের মধ্যে বর ও কনে রয়েছে বলে ধারণা করছে স্থানীয় সংবাদমাধ্যম। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ এর দিকে আল-হামদানিয়া জেলায় এ ঘটনা ঘটে।


ইরাকের নিউজ এজেন্সি নিনা অগ্নিকাণ্ডের কিছু ছবি প্রকাশ করেছে– তাতে দেখা গেছে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বিয়ের হল পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্রতায় ভবনের ছাদের একাংশ ধসে পড়ে। কীভাবে আগুনের সূত্রপাত হলো, এখনও আনুষ্ঠানিকভাবে জানাতে পারেনি ইরাকি কর্তৃপক্ষ। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।


ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদফতর জানিয়েছে, দাহ্য পদার্থ্য এবং নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে হলের ছাদের কিছু অংশ ধসে পড়ে। এই ঘটনাটি ঘটে আগুন লাগার কয়েক মিনিটের মাথায়।বুধবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করতে গেছে দমকলকর্মীদের। কেউ জীবিত আছে কিনা, ধ্বংসস্তূপে সন্ধান চালাচ্ছে তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us